পোষা কুকুরের ফুল বডি মেসেজ করলেন মালিক!

সারাদিন কাজ করতে করতে গায়ে, হাতে, পায়ে অসহ্য ব্যথা। এইসময় কী করলে আরাম মিলতে পারে? আমার-আপনার-সবার একবাক্যে উত্তর হবে ফুল বডি মেসেজ বা বডি স্পা। ঠিক সেরকম?
বয়স তার ২ বছর। সারাদিন ধরে ঘরময় ছুটে বেড়িয়ে সে ক্লান্ত। কেমন যেন একটা ঝিম ধরে রয়েছে। প্রিয় পোষ্যের ক্লান্তি বুঝতে পেরে সেই মোক্ষম দাওয়াই দিলেন মালিক। তাকে ধরে উল্টো করে শুইয়ে দিলেন নিজের দু পায়ের মাঝে। তারপর চলল ফুল বডি মেসেজ। মুখে, কাঁধে, কান মুচড়ে। এছাড়া আরও কীভাবে? দেখে নিন ভিডিওতে। থাইল্যান্ডের ব্যাঙ্ককের বাসিন্দা এই পোষ্য ও তার মালিকের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হতে ইতিমধ্যেই তা ভাইরাল।-জিনিউজ































মন্তব্য চালু নেই