শোলাকিয়ায় পুকুর থেকে চাইনিজ কুড়ালসহ তিনটি অস্ত্র উদ্ধার
![](https://archive1.ournewsbd.net/wp-content/uploads/2016/07/Solakia1467971807-780x450.jpg)
কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলা ও বন্দুকযুদ্ধের ঘটনার কাছের পরিত্যক্ত একটি পুকুর থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুর ঐ পুকুর থেকে দুইটি চাইনিজ কুড়াল ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
র্যাব-১৪-এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) রাজীব কুমার দেব জানান, এগুলো সন্ত্রাসীদের ফেলে যাওয়া অস্ত্র বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, এর আগে বৃহস্পতিবার সংঘর্ষে আটক জঙ্গি আহসান ওরফে সাফিউদ্দিনকে (২৮) আটকের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
মন্তব্য চালু নেই