রণবীরের সাথে গোপনে বাগদান সেরে ফেলেছেন দীপিকা!

বলিউড জোর গুঞ্জনের ব্রেকিং নিউজ। এক ইংরেজি দৈনিকে প্রকাশিত হয় দীপিকা পাড়ুকোন আর রণবীর সিং নাকিগোপনে এনগেজমেন্ট সেরে ফেলেছেন। খবরটা দাবানলের মত ছড়িয়ে পড়ে বি-টাউনে। প্রথমে কেউ সেভাবে পাত্তা দেননি খবরটাকে।

কিন্তু পরে দেখা যায় একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না এই এনগেজমেন্টের খবরটাকে।

দীপিকা ও রণবীর সিংয়ের বাড়ির লোকেরা ইতিমধ্যেই বিয়ের তারিখ নিয়ে আলোচনা করেছেন বলেও খবর। আইফা অনুষ্ঠানে রণবীর-দীপিকাকে খুবই ঘনিষ্ঠ মুহূর্তে দেখতে পাওয়া যায়। অনেকেই সেই ছবিকে এখন ২+২=৪ করছেন। ‘বাজিরাও মস্তানি’-র পর দীপিকা-রণবীরকে বহুবার একসঙ্গে দেখা যাচ্ছে। এখন দেখার বিষয়, কবে মস্তানিকে ঘরে তুলছেন বাজিরাও।



মন্তব্য চালু নেই