স্বপ্ন পূরণ করতে চান রোনালদো
মিশেল প্লাতিনির সর্বোচ্চ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন। খেলেছেন ইউরোর ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ম্যাচ। শুধু বাকী রয়েছে ইউরো জেতাটা। সেটাই এবার জিততে চাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউরো কাপের স্বপ্নের ফাইনালে তাদের প্রতিপক্ষ ফ্রান্স। কিন্তু স্বাগতিক দেশটিকে টপকেই ইউরো সেরার মুকুট পরতে চান পর্তুগিজ এই তারকা।
এটি রোনালদোর প্রথম ইউরো ফাইনাল নয়, এর আগেও ইউরো কাপের ফাইনাল খেলেছিলেন তিনি। তখন বয়স ছিল মাত্র ১৮। ২০০৪ সালের ইউরো ফাইনালে গ্রিসের কাছে হেরেছিল রোনালদোর পর্তুগাল। সেই ফাইনালের কথা মনে করে রোনালদো বলেন, ‘আমার বয়স তখন ১৮ ছিল। আমার প্রথম ফাইনাল ছিল সেটি। ১২ বছর পেরিয়ে গেছে এখন আমরা আরো একটি ফাইনালে। আমি গর্বিত।’
পর্তুগালের হয়ে কিছু জেতাটাও নিজের স্বপ্ন বলছেন সিআরসেভেন। ‘পর্তুগালের হয়ে শিরোপা জেতাটা আমার স্বপ্ন। আশা করছি সেটি পূরণ করতে পারবো।’
ফাইনাল নিয়ে বেশ আত্মবিশ্বাসীও দেখা গেছে রোনালদোকে। ‘আমি খুবই আত্মবিশ্বাসী এবং আমি বিশ্বাস করি এটি আমাদের প্রাপ্য। আমার প্রাপ্য, পর্তুগালের প্রাপ্য, পর্তুগালের সমর্থকদের প্রাপ্য।’
মন্তব্য চালু নেই