হ্যান্ডসাম পুরুষ হওয়ার ১০টি সহজ উপায়
নারীর রূপচর্চা নিয়ে কত কথাই না বলা হয়৷ কত ফ্যাশন, কত বাহারি সাজগোজ, কত রকমের ট্রেন্ড নিয়ে চলে আলোচনা৷ কিন্তু পুরুষের সাজপোশাক এখনও ততটা আলোচ্য বিষয় নয়৷ কিন্তু পুরুষেরও প্রয়োজন আরও আকর্ষনীয় হয়ে ওঠার টিপস৷ কীভাবে কেতাদুরস্ত থাকবেন পুরুষরা? কীভাবে হয়ে উঠবেন হ্যান্ডসাম তারই কিছু টিপস রইল এই প্রতিবেদনে৷
১. ময়েশ্চারাইজার ব্যবহার করুন : রুক্ষতা পুরুষের গয়না, রাফ মানেই হ্যান্ডসাম – এসব বলার দিন চলে গিয়েছে৷ রুক্ষতা এখন আর পুরুষের ফ্যাশন স্টেটমেন্ট নেই৷ তাই অ্যাটিটিউড হোক বা ত্বক কোনও কিছুতেই রুক্ষতা রাখার প্রয়োজন নেই৷ তাই শেভ করার পর অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করুন৷
২. শেভ করুন : দাড়ি রাখা জেন ওয়াই-এর নতুন ফ্যাশন স্টেটমেন্ট৷ কিন্তু তাই বলে সেই দাড়ি বেড়ে মাটিতে ঠেকে যাওয়ার ব্যাপারটি কিন্তু মোটেই হ্যাপেনিং নয়৷ তাই শেভ করুন সঠিকভাবে৷ দাড়ি রাখতে চাইলে তাকে ট্রিম করুন৷ এতে আপনার ফ্যাশন সচেতনতা এবং পরিচ্ছন্নতা উভয়ই বজায় থাকবে৷
৩. সানস্ক্রিম ব্যবহার করুন : ট্যান পড়া নিয়ে তো মেয়েরা ভয় পায় আর ছেলেরা বাদামীই ‘হট’ – এমন ভাবনা বয়ে বেড়ানোর দিন শেষ৷ রোদে ঘুরে মুখময় ট্যান নিয়ে ঘুরে বেড়ানো কোনওভাবেই কেতাদুরস্ত নয়৷ তাই রাস্তায় বেরোলে অবশ্যই সানস্ক্রিম ব্যবহার করুন৷
৪. নখ পরিষ্কার রাখুন : নিয়মিত হাত এবং পা-এর যত্ন নিন৷ হাত ও পা পরিষ্কার রাখুন৷ নখে যাতে ময়লা না জমে থাকে, সেই বিষয়ে লক্ষ্য রাখুন৷ মনে রাখবেন, অগোছালো ভাব অনেকেই আকর্ষনীয় মনে করেন কিন্তু অপরিচ্ছন্নতা নয়৷
৫. পাকা চুল ও কাঁচা মন : চুলে পাক ধরছে? আর সেই চিন্তায় রাতের ঘুম উড়ে গিয়েছে? ভাবছেন চুল রং করবেন? বার্গেন্ডি কিংবা কাক-কালো? এমন যদি অবস্থা হয়ে থাকে তবে চুল রং করার ভাবনাটি সবার আগে পরিত্যাগ করুন৷ পাকাচুল কিংবা ‘গ্রে হেয়ার’ কিন্তু বর্তমান যুগের সবচেয়ে ট্রেন্ডি ফ্যাশন৷ বার্ধক্য কিংবা বয়স বেড়ে যাওয়াকে তাই লুকিয়ে না রেখে আপন করে নিন৷ মনে রাখবেন পরিণতমনস্ক পুরুষদের মহিলারা বেশি পছন্দ করেন৷ আর তাই ‘গ্রে-হেয়ার’ ম্যানও মহিলাদের চোখে একটু বেশিই হ্যান্ডসাম৷
৬. ফেসিয়াল করান : আকর্ষনীয় হয়ে ওঠার জন্য ত্বকের যত্ন নেওয়া খুব জরুরি৷ তাই নিয়মিত ফেসিয়াল করান৷ সময়ের খুব অভাব হলেও মাসে একবার ফেসিয়াল করিয়ে নিন| ত্বকের সতেজতা বজায় রাখতে এটি খুবই জরুরি৷
৭. দাঁত পরিষ্কার রাখুন : নিয়মিত দাঁত মাজুন এবং যাঁরা সিগারেট বা তামাক জাতীয় পদার্থ ব্যবহার করেন তারা দু’মাস অন্তর ডেন্টিস্টের কাছে যান এবং দাঁতের পরিচর্যার ব্যাপারে খেয়াল রাখুন৷ মনে রাখবেন সুন্দর হাসি পুরুষ ও নারী উভয়ের সৌন্দর্যই বাড়ায়৷
৮. ভাল পারফিউম ব্যবহার করুন : মনে রাখবেন বেশিরভাগ পুরুষেরই ঘেমে যাওয়ার প্রবণতা থাকে৷ অল্পেতেই ঘেমে স্নান করে যাওয়া ব্যাপারটির সঙ্গে মানিয়ে নেওয়া ছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই অন্য কোনও উপায় থাকে না৷ কিন্তু ঘামের সঙ্গে যে ভয়ানক দুর্গন্ধ হয় তা বয়ে নিয়ে বেড়ানোর ইচ্ছেটা মোটেই ভাল না৷ তাই ভাল পারফিউম ব্যবহার করুন এবং দুর্গন্ধমুক্ত থাকার চেষ্টা করুন৷
৯. মুখ পরিস্কার রাখুন : দিনান্তে একবার ফেসওয়াশ দিয়ে মুখ ধোবেন৷ এতে মুখের তৈলাক্ত ভাব দূর হয়৷
১০. ফ্যাশনদুরস্ত থাকুন : পোশাক নির্বাচনের ক্ষেত্রে সচেতন থাকুন৷ যে পোশাক আপনাকে মানায়, তেমন পোশাকই পরুন৷ মনে রাখবেন সঠিক পোশাক আপনার ব্যক্তিত্বর প্রকাশ ঘটায়৷
তবে আর কী? এবার নিজেকে আরও আকর্ষনীয় করে তোলার প্রস্তুতি নিন৷হয়ে উঠুন আরও হ্যান্ডসাম৷
মন্তব্য চালু নেই