মৌলভীবাজারে যুবকে চুরিকাঘাত করে টাকা ছিনতাই
মাহমুদ এইচ খান, মৌলভীবাজার : মৌলভীবাজার পৌর শহরের কাশিনাথ রোডে এ মারুফ মিয়া (৩০) নামের এক কাঠ ব্যবসায়ী যুবককে চুরিকাঘাত করে নগদ ৩১ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায় দুরবৃত্তরা। কাঠ ব্যাবসায়ী মারুফ মিয়া সদর উপজেলার গজীমারা গ্রামের খুরশেদ মিয়ার ছেলে।
সোমবার রাত সাডে ১০টায় অজ্ঞাত ৩জন ছিনতাইকারী ধারোলো চুরি দিয়ে মারুফ মিয়ার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ভাবে জখম করতে করে নগদ ৩১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে অচেতন কওে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত মারুফকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করেন।
এ ঘঠনায় মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও নিশ্চিত কওে কিছু বলা যাচ্ছেনা।
মন্তব্য চালু নেই