মাগুরায় সন্ত্রাস ও জঙ্গীবাদদের বিরুদ্ধে জেলা ছাত্রলীগের বিক্ষোভ ও সমাবেশ
মাগুরা প্রতিনিধি : সন্ত্রাস ও জঙ্গীবাদদের বিরুদ্ধে গতকাল সোমবার মাগুরা জেলা ছাত্রলীগ বিক্ষোভ ও সমাবেশ করেছে । সকালে সরকারি হোসেন শহীদ সোহরাওয়াদী কলেজ থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । পরে শহরের চৌরঙ্গী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি শেখরেজাউল ইসলাম . সাধারণ সম্পাদক মেহেদি হাসান রুবেল ,কেন্দ্রীয় ছাত্রলীগনেতা পার্থ সারথি সহ অন্যরা ।
সভায় প্রত্যেক বক্তা গুলসানের হলি আর্টিজেন বেকারিতে সন্ত্রাসী জঙ্গী হামলার তীব্র নিন্দা জানান । অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমুলক শান্তি ও গ্রেফতারের দাবি জানানো হয় ।
মন্তব্য চালু নেই