গুলশান হামলায় শোক জানিয়ে যা লিখলেন বলিউড তারকারা
সম্প্রতি ঘটে যাওয়া গুলশানের ভয়াবহ জঙ্গি হামলায় স্তব্ধ পুরো বাংলাদেশ। এ ঘটনায় হতবিহ্বল ঢাকাই সিনেমার তারকারা। তারা বলেছেন নিজেদের খুব ও আতঙ্কের কথা।
শুধু ঢাকাই সিনেমার তারকারাই নয়, গুলশানের এ ঘটনায় শোকাহত ও মর্মাহত বলিউড ও টলিউড তারকারাও। এ ঘটনায় বিদেশি অনেক তারকা শোক প্রকাশ সহ বাংলাদেশের মানুষদের প্রতি সমবেদনার পাশাপাশি প্রার্থনাও করেছেন।
এক টুইট বার্তায় বলিউড তারকা অভিনেতা রাহুল বোস লিখেছেন, ‘২০১৪ সালে আন্ডার কনস্ট্রাকশন ছবির শুটিং করতে বাংলাদেশে গিয়েছিলাম। সে সময় গুলশানেই ছিলাম। কত দ্রুত এই পৃথিবী বদলে যাচ্ছে। যাঁরা আক্রমণের শিকার, তাঁদের প্রতি আমার সমবেদনা।’
অভিনেত্রী সোহা আলি খান তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘আমার ভাবনা ও দোয়া ঢাকার মানুষদের সঙ্গে আছে। সন্ত্রাসীরা ভয়, রাগ আর বিভক্তি ছড়ানোর জন্যই ভুলভাবে ধর্মের আহ্বান জানাচ্ছে। তাদের জিততে দেওয়া যাবে না।’
টলিউড সুপারস্টার জিৎ টুইট করেছেন, ‘ঢাকায় যাদের ওপর আক্রমণ করা হয়েছে ও যারা জিম্মি হয়ে আছেন, তাদের জন্য প্রার্থনা করছি। খুবই দুঃখজনক ঘটনা। সেখানে শান্তি নেমে আসুক। সন্ত্রাসবাদের নিন্দা জানাই।’
ভারতীয় গায়িকা ও অভিনেত্রী সুচিত্রা কৃষ্ণমূর্তি টুইট বার্তায় হ্যাশট্যাগ ঢাকা অ্যাটাক দিয়ে লিখেছেন, ‘প্রার্থনা’।
মন্তব্য চালু নেই