রক্ত ঝরা রাত
রক্ত ঝরা রাত
মোঃ মোসাদ্দেক হোসেন
গরীব মোরা নম্র তবুও
নম্র মোদের স্বভাব,
শত্রু এলে যাইনা ভুলে
দিতে মোরা জবাব।
সবুজ দেশের শ্যামলা মাটি
রূপের নাইকো শেষ,
হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খৃষ্টান
অটুট একটি দেশ।
এই দেশেতে ভাতৃবোধে
নেই তো কোন কম,
যতবার আস ভাঙতে বাঁধন
লাভ হবেনা জম।
ঐক্য মোদের বাঙালি মোরা
জানিনা কভু হারতে,
তোদের মত শত্রু এলে
জানি মোরা লড়তে।
রক্ত ঝরা রাতটা কভু
চাইনা যে আর দেখতে,
৭১রের মুক্তি সেনা
জাগো আবার লড়তে।
শত্রু বুঝি ঢুকল আবার
উঠতে হবে গর্জে,
সোনার মাটি রক্তে ভিজে
বাঁধ ভাঙছে ধর্যে।
আমরা সবাই ভাতৃ বোধে
বাড়িয়ে দেই হাত,
শপথ করি রুখতে হবে
রক্ত ঝরা রাত।
মন্তব্য চালু নেই