শিশুকন্যাকে আঁচড়ে-কামড়ে ক্ষতবিক্ষত করল পোষা কুকুর
কুকুররা প্রভুভক্ত হয়। বাড়ির লোকের প্রতি তাদের সর্বক্ষণ সজাগ নজর, যাতে বাইরের কেউ কোনো ক্ষতি করতে না পারে। কিন্তু এক্ষেত্রে ভীষণই তিক্ত অভিজ্ঞতা হল ব্রিটেনের ল্যাঙ্কাশায়ারের নেলসনের বাসিন্দা এক পরিবারের।
তাদের ১৪ মাসের শিশুকন্যাকে আঁচড়ে-কামড়ে, খুবলে সারা শরীরে ক্ষতবিক্ষত করে দিয়েছে বাড়িই পোষ্য কুকুর আমেরিকান বুলডগ। আশঙ্কাজনক অবস্থায় তৎক্ষণাৎ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে রয়্যাল ব্ল্যাকবার্ন ম্যাঞ্চেস্টার চিলড্রেন’স হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ সূত্রে খবর, শরীরে গভীর ক্ষত থাকলেও এখন শিশুটির অবস্থা স্থিতিশীল। পেটের আঘাত বেশ গুরুতর।
ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
মন্তব্য চালু নেই