মাগুরায় যুবউন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি: মাগুরা জেলা শহরের এ.জি একাডেমী স্কুলে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে যুবউন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃক পরিচালিত আঞ্চলিক ব্রাঞ্চ মাগুরা জেলা শাখার সমাপনী পরীক্ষা-২০১৬।
পরীক্ষায় প্রায় ৫‘শতাধিক ছাত্র/ছাত্রী অংশ গ্রহণ করে। মাগুরা লোকনাথ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের তত্তাবধানে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মাগুরা সদর ব্রাঞ্চ লোকনাথ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ও কম্পিউটার ওয়ার্ড মাগুরা প্রশিক্ষণ কেন্দ্রসহ মহম্মদপুর উপজেলার জিন্না কম্পিউটার, শালিখা উপজেলার রনক কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, আরকে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে শ্রীপুর এর ছাত্র/ছাত্রীরা।
এসময় পরীক্ষার হল পরিদর্শন করেন যুবউন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের খুলনা বিভাগীয় চীপ মার্কেটিং এক্সিকিউটিভ অফিসার খুলনা ডিভিশন এর লোটন শীল। অভিভাবকদের পক্ষে উপস্থিত ছিলেণ তরুন ডেকরেটরের মালিক তরুন ভৌমিক।
পরীক্ষা পরিচালনায় সহযোগিতা করেন মাগুরা সমাজসেবা অধিদপ্তর মাগুরা জেলা শাখার কম্পিউটার প্রশিক্ষক ও কম্পিউটার ওয়ার্ড প্রশিক্ষণ কেন্দ্রের সত্তাধিকারী মেহেদী হাসান মিঠু, লোকনাথ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক তন্ময় বিশ্বাস, রমেশ ঘোষ, ববিতা বিশ্বাস, ঝুমুর বিশ্বাস, সমির প্রামানিক, মিলিমা মন্ডল, এ জি একাডেমীর শিক্ষক প্রসেঞ্জিত বিশ্বাস প্রমুখ।
মন্তব্য চালু নেই