এই মহিলার সঙ্গে রোনাল্ডো জড়িয়ে পড়লেন কীভাবে?
আবারও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবং আবারও নারী। রোনাল্ডোর সঙ্গে সম্পর্ক ছিল একাধিক নারীর।
আবারও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবং আবারও নারী। রোনাল্ডোর সঙ্গে সম্পর্ক ছিল একাধিক নারীর। সেই তালিকায় এবার ঢুকে পড়লেন কার্লা হাউয়ি। ইংল্যান্ডের দুই ফুটবলারের সঙ্গে নাকি একসময় সম্পর্ক ছিল প্লে বয় মডেল কার্লার। তাঁদের সঙ্গে সমস্ত সম্পর্ক চুকেবুকে গিয়েছে। প্লে বয় মডেলের চোখ এখন পড়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দিকে।
ফুটবলারদের পছন্দ করেন কার্লা। তবে রোনাল্ডোর প্রতি আলাদা রকমের দৃষ্টি এই কার্লার। রোনাল্ডো ও কার্লা নাকি একে অপরকে মেসেজও পাঠান। এর আগে আরও অনেকের সঙ্গে ডেট করেছিলেন কার্লা। এবার রোনাল্ডো।
মন্তব্য চালু নেই