বন্দুকযুদ্ধে যশোরে জামায়াত কর্মী আহত

যশোরের ঝুমঝুমপুর এলাকায় আসামি ধরতে গিয়ে আজ মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হুসাইন (২৮) নামে জামায়াতের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় পুলিশ সেখান থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।
জানা যায়, গুলিবিদ্ধ হুসাইন যশোর সদর উপজেলার বাউলিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে এবং জামায়াতের কর্মী ও ফতেপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, মঙ্গলবার ভোরে পুলিশ ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে হুসাইনকে আটক করে। এসময় হুসাইনের সহযোগীরা তাকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড গুলি করলে একটি হুসাইনের পায়ে বিদ্ধ হয়।

































মন্তব্য চালু নেই