শরীয়তপুরে ইয়াবা সহ আইনজীবী’র সহকারী আটক
শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে ১৭৯ পিচ ইয়াবা সহ আইনজীবী’র সহকারী জিন্নাহ মাদবর (৪৫) নামে এক মাদকব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার গভীর রাতে জেলার ডামুড্যা উপজেলায় নাংলা গ্রামে মদকদ্রব্য বিক্রয় করার সময় তাকে আটক করে।
আটককৃত জিন্নাহ মাদবর জেলার ডামুড্যা উপজেলার নাংলা গ্রামের রহমান মাদবরের ছেলে ও শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির এড.আবুল কাশেম সরদারের সহকারী।
পুলিশ জানায়, ডামুড্যা’র তিন খাম্বার মোড়ে বিশেষ অভিযান চলাকালীন সময়ে মদক দ্রব্য বিক্রির একটি গোপন সংবাদ পেয়ে নাংলা গ্রামে আটক জিন্নাহ মদবরের বসত ঘরে অভিযান চালায়।
এসময় মদকদ্রব্য মজুদ করে রাখা ১৭৯ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিবি পুলিশ। এই ঘটনায় ১৯৯০ সালের মদক দ্রব্য নিয়ন্ত্রন আইন সংশোধনী ২০০৪ এর ১৯(১) টেবিল ৯(খ) ধারার মামলা দায়ের করেছে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মাদক ও হত্যা মামলা রয়েছে।
মন্তব্য চালু নেই