মাগুরার শ্রীপুরে তরুণের ‘রহস্যজনক’ মৃত্যু

মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শ্রীপুর উপজেলায় কাদিরপাড়া গ্রামে রাব্বি (১৮) নামের এক তরুণের ‘রহস্যজনক’ মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে শ্রীপুর থানার ওসি রেজাউল ইসলাম জানান। মৃত রাব্বি (১৮) ওই গ্রামের আজিজার মন্ডলের ছেলে। তিনি এবছর স্থানীয় একটি বিদ্যালয় থেকে এএসসি পাশ করেছেন। সন্ধ্যায় কেউ তাকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বলে রাব্বির বাবা আজিজার মোল্লা জানান। “পরে রাতে খরব পেয়ে তার মা রওশন আরা বাড়ির পাশে রাস্তায় গিয়ে দেখতে পান প্রতিবেশী জামাল, কামাল, বিদ্যুৎসহ ৫-৬ জন রাব্বিকে গলাই রশি বেঁধে টেনে নিয়ে বেড়াচ্ছে।”ওই সময় তার মায়ের চিৎকারে লোকজন এসে ধাওয়া দিলে তারা পালিয়ে যায় বলে জানান আজিজার। তিনি ধারণা করছেন, জামালের বাবা কাশেম মল্লিকের সঙ্গে জমি নিয়ে বিরোধের জের ধরে তারা তাকে হত্যা করে থাকতে পারে। রাব্বির মোবাইল ফোন সেট খুঁজে পেলে কে তাকে ফোন করে ডেকে নিয়েছিল তা জানা যাবে বলে মনে করেন তিনি। মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ব্রাদার শহিদুল ইসলাম বলেন, রাত ৯টার দিকে রাব্বিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে অসেন তার চাচা আবু জাফরসহ কয়েকজন ব্যক্তি। মৃতদেহের গলায় দাগ রয়েছে। শ্রীপুর থানার ওসি রেজাউল ইসলাম বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। লাশ ময়নাতদন্তর জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তর উপর ভিত্তি করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য চালু নেই