এই রমজান মাসে মালয়েশিয়ায় দৃষ্টিহীনদের জন্য ব্রেইল বর্ণমালার কোরআন মুদ্রণ হচ্ছে

মালয়েশিয়ার ইসলামিক ব্লাইন্ড অর্গানাইজেশন সেদেশের দৃষ্টিহীনদের জন্য ব্রেইল বর্ণমালায় কোরআন মুদ্রণ করেছে।

পবিত্র রমজান মাসের চতুর্থ সপ্তাহের শুরুতেই মালয়েশিয়ার ইসলামিক ব্লাইন্ড অর্গানাইজেশন সেদেশের দৃষ্টিহীনদের জন্য ব্রেইল বর্ণমালায় কোরআন মুদ্রণের পদক্ষেপ গ্রহণ করেছে। যাতে করে এই পবিত্র মাসে সেদেশের দৃষ্টিহীনগণ কোরআন তিলাওয়াত করতে পারে।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইসলামিক ব্লাইন্ড অর্গানাইজেশনের সদর দপ্তরে এসব ব্রইল কোরআন শরিফ প্রিন্ট করা হয়েছে এবং দৃষ্টি প্রতিবন্ধীদের বাসায় বাসায় পাঠানো হচ্ছে বলে ইকনার এক প্রতিবেদনে এ খবর জানা যায়।।

মালয়েশিয়ার বেশ কয়েকটি প্রতিষ্ঠান উক্ত অর্গানাইজেশনে তাদের যাকাত প্রদান করে এ কোরআন শরিফ প্রিন্ট করার জন্য সাহায্য করেছে।

ইসলামিক ব্লাইন্ড অর্গানাইজেশন (PERTIM) ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং মালয়েশিয়ার ব্রেইল বর্ণমালায় কোরআন প্রিন্টের অনুমোদন শুধুমাত্র উক্ত অর্গানাইজেশনেরই রয়েছে।



মন্তব্য চালু নেই