বাবা হলেন অবিবাহিত তুষার কাপুর

বিয়ের পিঁড়িতে এখনো বসেননি তিনি। তবে পুত্রসন্তানের বাবা হয়েছেন বলিউড অভিনেতা তুষার কাপুর। কৃত্রিম উপায়ে আইভিএম পদ্ধতিতে বাবা হয়েছেন এ অভিনেতা।

ছেলের নাম রেখেছেন লক্ষ্য। সে এখন সুস্থ আছে জানিয়ে তুষার কাপুর বলেন, ‘আমি বাবা হয়ে বেশ রোমাঞ্চিত। পিতৃত্বের নানা গুণাবলি এখন আমার হৃদয় এবং মন নিয়ন্ত্রণ করছে। লক্ষ্যকে পেয়ে কতটা খুশি হয়েছি তা ভাষায় প্রকাশ করতে পারব না। সে এখন আমার আনন্দের সবচেয়ে বড় উৎস। সৃষ্টিকর্তার মহানুভবতায় এবং জাসলোক হাসপাতালের ডাক্তারদের মাধ্যমে পিতৃত্বের স্বাদ পাওয়া সম্ভব হয়েছে।’

এদিকে তুষার কাপুর বাবা হওয়াতে আনন্দ প্রকাশ করেছেন এ অভিনেতার বাবা-মা শোভা এবং জিতেন্দ্র। এক বিবৃতিতে তারা বলেন, ‘লক্ষ্যর দাদা-দাদি হতে পেরে আমরা খুবই আনন্দিত এবং আমরা তুষারের এই সিদ্ধান্তের সঙ্গে সম্পূর্ণ একমত। এটি সত্যিই আমাদের জীবনে চরম একটি আনন্দঘন মুহূর্ত। তুষার আমাদের আদর্শ ছেলে। সে লক্ষ্যর বাবা হয়ে দায়িত্ববান, স্বাধীনচেতা এবং মহানুভব হৃদয়ের পরিচয় দিয়েছে।’

জাসলোক হাসপাতালের আইভিএম এবং জেনেটিক বিভাগের পরিচালক ডা. ফিরুজা পারিখ বলেন, ‘আমি তুষারের বাবা হওয়ার দৃঢ়সংকল্প দেখে মুগ্ধ হয়েছি। তিনি প্রতিটি মুহূর্ত সন্তানের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। তিনি নিশ্চিত একজন সংবেদনশীল এবং যত্নবান বাবা হতে পারবেন।’



মন্তব্য চালু নেই