কাবেরির যে গানে মুগ্ধ স্বয়ং শাহরুখ (দেখুন ভিডিওসহ)

বলিউডের জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা শেখর কাপুর ও অভিনেত্রী সুচিত্রা কৃষ্ণমূর্তির মেয়ে কাবেরি। মাত্র পনেরো বছর বয়সেই সে অসাধারণ এক গান গেয়ে ইন্টারনেট জগতে রীতিমত তোলপাড় ফেলে দিয়েছে। ‘ডিড ইউ নো’ নামে গত ২৪ জুন ইউটিউবে প্রথমবার একটি গান রিলিজ দিয়েছে সেই মেয়ে। যে গানটি নাকি আবার লেখা ২০১১ সালে। নিজের লেখা, সুর করা এই গানটি রিলিজের পরেই চোখে আসে বলিউড কিং শাহরুখেরও। সঙ্গে সঙ্গেই টুইটারে ভিডিওটির লিঙ্ক শেয়ার করেন শাহরুখ। কাবেরি’র বাবা শেখর কাপুরকে মেনশন করে তিনি বলেন, কেমন গর্বিত বাবা! মাশাল্লাহ, সে(কাবেরি) সত্যিই সুন্দর! উল্লেখ্য, ১৫ বছর বয়সী কাবেরির মা সুচিত্রা কৃষ্ণমূর্তি ১৯৯৪ সালে শাহরুখের সঙ্গেই প্রথমবার অভিনয়ে অভিষেক হয়েছিল। কাভি হ কাভি না’ নামের সিনেমায় তিনি অভিনয় করেন।



মন্তব্য চালু নেই