এসেই রগরগে দৃশ্যে মান্নারা (ভিডিওসহ)
বলিউডে বর্তমানে আলোচিত সিনেমা জিদ। এ সিনেমার গান প্রকাশিত হওয়ার পর থেকেই সিনেমার নায়িকা মান্নারাকে নিয়ে বলিউড জুড়ে হই চই। সিনেমার ‘সাসো কো’ গানে নিজেকে খোলামেলাভাবে উপস্থাপনে যথেষ্ট সাহস দেখিয়েছিলেন তিনি। সিনেমাটির দ্বিতীয় গান ‘তু জরুরি’-তেও সাদা পোশাকে দারুণ আবেদনময়ী হিসেবে নিজেকে তুলে ধরেছেন প্রিয়াঙ্কার এ চাচাতো বোনটি। বলিউডে এসেই এভাবে নিজেকে মেলে ধরায় শুরুতেই সংবাদের শিরোনাম হয়েছেন এ তারকা।
এরই মধ্যে প্রকাশিত হয়েছে জিদ সিনেমার দ্বিতীয় গান ‘তু জরুরি’। মেলডি ধাঁচের গানটির গীতিকার শাকিল আজমি। গানটি কম্পোজ করেছেন শারিব-তোশি। নতুন এ গানে কণ্ঠ দিয়েছেন সুনিধি চৌহান ও শারিব সাবরি।
এদিকে সিনেমাটির পরিকল্পনাগত সমস্যা থাকার কারণ দেখিয়ে এর পরিচালক তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তবে সিনেমার ট্রেইলারে এখনো পরিচালক আগ্নিহোত্রির নাম দেখা যাচ্ছে। সিনেমাটি প্রযোজনা করেছেন অনুভব সিনহা।
এর আগে অরিজিৎ সিংয়ের গাওয়া ‘সাসো কো’ গান একইসঙ্গে প্রশংসার পাশাপাশি সমালোচিত হয়েছিল। মূলত অভিনেত্রী মান্নারার রগরগে কিছু দৃশ্য থাকার কারণেই এ সমালোচনা। এ সিনেমার ‘তু জরুরি’ গানেও কিছু রগরগে দৃশ্যে দেখা গেছে মান্নারাকে।
জিদ সিনেমার মধ্য দিয়েই বলিউডে অভিষেক হচ্ছে মান্নারার। সিনেমায় তার পাশাপাশি অভিনয় করছেন কর্ণ বীর শর্মা এবং শ্রদ্ধা দাস। সিনেমাটি মুক্তি পাবে চলতি বছরের ২৮ নভেম্বর।
ভিডিও দেখতে ক্লিক করুন:
মন্তব্য চালু নেই