৩ মণ পটল= ১ শ্রমিকের মজুরি

রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় পানির দরে বিক্রি হচ্ছে পটল। এতে একজন শ্রমিকের দিনমজুরি মেটাতে ৩ মণ পটল বিক্রি করতে হচ্ছে কৃষকদের। শুক্রবার মিঠাপুকুর উপজেলায় বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেছে এ চিত্র।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মৌসুমের শুরুতে প্রতিমণ পটল ৯শ থেকে ১ হাজার ২শ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে আমদানি বেশি হওয়ার কারণে প্রতিমণ পটল ৭০ থেকে ৮০ টাকা দরে বেচাকেনা চলছে।

উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ঢলারপাড়া গ্রামের কৃষক সেরাজুল ইসলাম সেলিম জানান, প্রথমদিকে প্রতিমণ পটল ৯০০ টাকা দরে বিক্রি হয়েছে। কিন্তু এখন সেই পটলই মণপ্রতি ৮০ টাকা দরে বিক্রি করতে হচ্ছে।

অন্যদিকে, মিঠাপুকুর বাজারের খুচরা ব্যবসায়ী নুর ইসলাম বলেন, ‘প্রতিকেজি পটল ২ টাকা দরে কিনে ৩ টাকায় বিক্রি করছেন। এতে একজন শ্রমিকের দৈনিক মজুরি ২৫০-৩০০ টাকা প্রদান করতে হলে কৃষককে ৩ থেকে সাড়ে ৩ মণ পটল বিক্রি করতে হচ্ছে।’

পটলের এমন দরপতনের ব্যাপারে মিঠাপুকুর উপজেলা কৃষি কর্মকর্তা খোরশেদ আলম বলেন, ‘এ অঞ্চলে উৎপাদন বেশি হওয়ায় বাজারে প্রচুর পটল সরবরাহ হচ্ছে। এর ফলেই দাম কমেছে।’বাংলামেইল



মন্তব্য চালু নেই