মা হতে যাচ্ছেন মাধুরী !

এককালে তাঁর ‘ধক ধক’–এ মজেছিল তামাম গোট দুনিয়া। এবার সেই মাধুরীই মা হচ্ছেন। কিন্তু বাস্তবে নয়, এবার তিনি মা হচ্ছেন পর্দায়। করন জোহরের পরের ছবি ‘সিদ্দত’–এ আলিয়া ভাটের মায়ের ভূমিকায় তাঁকে দেখা যাবে। যদিও প্রথমে মায়ের চরিত্রে অভিনয়ে রাজি ছিলেন না মাধুরী। তবে বন্ধু করণের অনুরোধেই শেষমেশ রাজি হয়েছেন তিনি।
অভিষেক বর্মনের পরিচালনায় এ ছবিতে আলিয়ার সহ-অভিনেতা হিসেবে থাকছেন বরুণ ধাওয়ান। অন্য একটি চরিত্রে অর্জুন কাপুরকে নেওয়ার চিন্তাভাবনা চলছে।
করনের ধর্ম প্রোডাকশনের পাশাপাশি ছবির প্রযোজনা করছেন সাজিদ নাদিওয়ালা। শিগগিরই শুরু হবে শুটিং।
মন্তব্য চালু নেই