চুয়াডাঙ্গায় সৎ মেয়েকে ধর্ষণ করেছে বাবা!
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামীতে ঠাণ্ডুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে গতকাল বুধবার সকালে থানায় মামলা দায়ের করেছে ধর্ষকের সৎ মেয়ে। বুধবার সন্ধ্যায় ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। ধর্ষিতা জামজামী মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।
ধর্ষিতা জানায়, উপজেলার জামজামী গ্রামের মখছেদ আলীর ছেলে তার সৎ বাবা ঠাণ্ডু রাতে ভয় দেখিয়ে প্রায়ই জোর পূর্বক ধর্ষণ করত। এক পর্যায়ে ঘটনাটি তার মাকে জানায়। পরের দিন রাতে মা ন্যাক্করজনক ঘটনা প্রমান পেয়ে সকালে মেয়েকে নানার বাড়িতে নিয়ে আসে। এর পর গত বুধবার সকালে বিচার চেয়ে থানায় সৎ বাবা ঠাণ্ডুর বিরুদ্ধে মামলা দায়ের করে।
জানা যায়, ঠাণ্ডু বহু বিয়ের নায়ক। সৎ মেয়ের উপর পাষবিক নির্যাতন করায় তার স্ত্রী মেয়েকে নিয়ে বাপের বাড়িতে ওঠে। পরের দিন ঠাণ্ডু শশুর বাড়িতে গিয়ে স্ত্রীর উপর চড়াও হয়। এর পর স্ত্রী ও শশুর ঠাণ্ডুকে কুপিয়ে আহত করে।
আলমডাঙ্গা থানার ওসি তদন্ত মেহেদী রাসেল মামলার ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, ডাক্তারী পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য চালু নেই