মাগুরায় ইসলামী ব্যাংকের আলোচনা সভা ও ইফতার মাহফিল
মাগুরা প্রতিনিধিঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মাগুরা শাখার আয়োজনে গতকাল মঙ্গলবার শাখা কার্যালয়ে রোযা ও তাকওয়ার আলোকে মানবিক ব্যাংকিং শীষক আলোচনা সভা এবং ইফতার মাহফিলের অনুষ্ঠিত হয়েছে ।
আলোচনা সভায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মাগুরা শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান মো: নজরুল ইসলাম জমাদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মো: রস্তম আলী ।
বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল । সভায় প্রধান আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড.মুহাম্মদ অলিউ্ল্যাহ ।
তাছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অ্যাড. আবু তৈয়ব ও মাগুরা মহিলা কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন ।
আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মো: মুফতি রইস উদ্দিন । আলোচনা ও ইফতার মাহফিলে ব্যাংক কর্মকর্তা-কর্মচারি , গ্রাহক , ব্যবসায়ী নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয় ।
মন্তব্য চালু নেই