এখনও সেলফি নিয়ে পড়ে আছেন? বাকিরা কোথায় এগিয়ে গিয়েছে জানেন?

সেলফির দিন শেষ! এসে গিয়েছে এমন এক জিনিস, যা আপনাকে চমকে দেবে। অবাক হয়ে ভাবতে পারেন, এ-ও সম্ভব? হ্যাঁ, এ-ও সম্ভব হয়েছে।

এখনও সেলফি তুলে যাচ্ছেন? তাহলে আপনি পিছিয়ে রয়েছেন। এক জাপানি দম্পতির হানিমুনের ছবি পাল্টে দিয়েছে গোটা ধারণা। তাঁরা সেলফি তোলেননি, তাঁরা তুলেছেন ‘‘ড্রোনি’’!

Meye_selfie1438959229

কী এই ব্যাপার? মারিকো এবং কাজ ইয়ামাগুচি তাঁদের হানিমুনে ৪১টি দেশে ঘুরেছেন। সর্বত্র তাঁরা ছবি তুলেছেন। কিন্তু সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। ছবি না বলে অবশ্য ভিডিও বলা ভাল। দু’জনে চেয়েছিলেন হানিমুন স্মরণীয় হয়ে থাকুক। তা-ই হয়েছে।

কী করেছেন তাঁরা? ড্রোনে ক্যামেরা লাগিয়ে তুলেছেন সেলফি। নাম দিয়েছেন ‘‘ড্রোনি’’। যে ৪১টি দেশে গিয়েছেন, সেখানেই তুলছেন ‘ড্রোনি’। এসেছিলেন ভারতেও। নীচে দেখুন সেই ভিডিও।

https://youtu.be/nxjeIBD6RuY



মন্তব্য চালু নেই