গুপ্তহত্যা ও জঙ্গীবাদের বিরুদ্ধে মাগুরায় ১৪ দলের মানববন্ধন
মাগুরা প্রতিনিধি: গুপ্তহত্যা, জঙ্গীবাদ ও গুমের প্রতিবাদে রোববার দুপুরে মাগুরায় ১৪ দলের মানববন্ধন অনুষ্টিত হয়েছে। শহরের চৌরঙ্গী মোড়ে থেকে কলেজ রোড জুড়ে অনুষ্ঠিত এ মানববন্ধনে আওয়ামীলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, জাসদ, ওয়াকার্স পার্টিসহ ১৪ দলের নেতা-কর্মীদের পাশাপাশি জেলার বীর মুক্তিযোদ্ধার অংশ নেন।
দুপুর ৩ টা থেকে ৪ টা পর্যন্ত চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল ফকির, জেলা ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক অধ্যক্ষ কাজী ফিরোজ, জেলা জাসদের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী, জেলা মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার আব্দুর রহমান, সদর উপজেলা কমান্ডার জহুর-ই-আলম,জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বিপু, জেলা ছাত্রলীগ সভাপতি শেখ মোঃ রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদ মীর মেহেদী হাসান প্রমুখ।
বক্তারা বলেন, বিএনপি-জামায়াত খুন, গুম,গুপ্তহত্যা,নাশকতা করে দেশকে বিশ্বের কাছে জঙ্গি রাষ্ট্র প্রমানের চেষ্ঠা চালচ্ছে। তাদের এই অপতৎপরাতার বিরুদ্ধে সাধারণ মানুষকে সাথে নিয়ে ১৪ দলের নেতা-কর্মীদের রুখে দাড়াতে হবে। বক্তারা এ সকল অপরাধীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তির প্রদানের জন্য সরকারের প্রতি আহবান জানান।
মন্তব্য চালু নেই