মমতা কুলকার্নি মাদক চক্রে জড়িত : পুলিশ
ভারতের সাবেক অভিনেত্রী মমতা কুলকার্নি কোটি কোটি টাকার মাদক ব্যবসায় জড়িত বলে জানিয়েছে দেশটির পুলিশ। গতকাল শনিবার মুম্বাইয়ের থানে পুলিশ এ তথ্য জানিয়েছে।
সংবাদ সম্মেলনে থানে পুলিশ কমিশনার পরম বীর সিং জানান, মাদকসম্রাট ভিকি গোস্বামীর সঙ্গে অবৈধ কর্মকাণ্ড করতেন মমতা। তাঁকে কেনিয়া থেকে ফিরিয়ে আনতে চেষ্টা করবেন তাঁরা।
এনডিটিভি জানিয়েছে, বর্তমানে কেনিয়ায় অবস্থান করা মমতা ও ভিকি গোস্বামীকে ভারতে ফেরাতে এরই মধ্যে প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। ওই কর্মকর্তা জানান, এ পর্যন্ত প্রকাশিত তথ্যে জানা গেছে, মমতা আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে জড়িত ছিলেন। এই চক্র মাস দুয়েক আগে ধরা পড়েছে।
ওই মামলার ১৭ জনের মধ্যে এখনো সাতজন পলাতক। বাকি ১০ জন বিচারিক হেফাজতে রয়েছেন।
গত এপ্রিলে মহারাষ্ট্রের সোলাপুর জেলায় আভন লাইফ সায়েন্সেস লিমিটেডের কার্যালয়ে অভিযান চালিয়ে দুই হাজার কোটি টাকার সাড়ে ১৮ কোটি ওজনের এফিড্রিন জব্দ করলে মাদক চক্রের বিষয়টি নজরে আসে।
মন্তব্য চালু নেই