বাবা দিবসে বলিউড তারকাদের শুভেচ্ছা
বিশ্ব বাবা দিবস উপলক্ষে সবাই বাবাদের বন্দনায় মেতেছেন। আর এ বন্দনা থেকে বাদ যাননি বলিউড তারকারাও। নিজ নিজ বাবাদের প্রতি শুভেচ্ছা জানাতে বলিউড তারকারা বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারকে। সেখানেই বাবা দিবসে নিজের অনুভূতির কথা প্রকাশ করছেন তারা, জানাচ্ছেন শুভেচ্ছা।
বলিউড শাহেনশাহ বাবা দিবসে ব্যক্তিগত টুইটার একাউন্টে পিতা হারিবাস রাই বচ্চনের ছবির সামনে মাথা ঝুঁকে শ্রদ্ধা প্রদর্শনরত অবস্থায় ছবি তুলে প্রকাশ করেছেন। এবং পুত্র অভিষেক বচ্চনের সাথে ছবি তুলে আপ্লোড দেন। টুইটে লেখেন, ‘বাবা দিবসের শুভেচ্ছা এবং এটা আমার জন্য প্রতিদিনই।’
বাবা শত্রুঘ্ন সিনহাকে জড়িয়ে ধরে ছবি তুলে বাবা দিবসে বাবার প্রতি শুভেচ্ছা জানিয়েছেন কন্যা সোনাক্ষী সিনহা।
সোনম কাপুরের বাবাকে জানানো শুভেচ্ছাটা ছিলো একটু অন্যরকম। অনিল কাপুর অভিনীত নতুন ছবি ‘রেড’র পোষ্টার প্রকাশ করে বাবাকে শুভেচ্ছা জানান সোনম।
দিয়া মির্জা লিখেছেন, ‘বাবা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি সব বাবাকে। প্রতিটি বাবাই তার সন্তানের কাছে আদর্শ।’
প্রিয়াঙ্কা তার টুইটার-বার্তায় লিখেছেন, ‘শুভ বাবা দিবস। বাবা, আমার সেরা বন্ধু তুমি। সেরা বন্ধু হওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার কাছে তোমার আসন এত বেশি উঁচু যে, কেউ সেই উচ্চতা কখনোই ছুঁতে পারবে না। তোমাকে অজস্র ভালোবাসা জানাচ্ছে তোমার ছোট্ট মেয়ে।’
মন্তব্য চালু নেই