ঠাকুরগাওয়ের হরিপুরে পূজার সময় বটগাছ ভেঙ্গে এক পূজারীর মৃত্যু

শরিফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার দামোল গ্রামে পূজা অর্চনার সময় আজ বেলা ১টায় বটগাছ ভেঙ্গে পড়লে ঘটনাস্থলে পিংকি (১৮)নামে এক নারীর পূজারি মারা গেছেন। আহত হয়েছেন আরো ১০ জন।

স্থানীয় লোকজন ঐ বটগাছের নিচে নিয়মিত হরিবাসর পূজা হয়ে থাকে। আজ শনিবার সকালে সেখানে অনেক পূজারি উপস্থিত হন। পিংকি রাণীশংকৈল ডিগ্রি কলেজের ছাত্রী। সে রাণীশংকেল উপজেলার নন্দগাও শিমুলপাড়ার রমেন রায়ের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান,এ ঘটনায় আরো প্রায় ১০জন আহত হয়।আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।



মন্তব্য চালু নেই