টঙ্গীবাড়ীতে জঙ্গি বিরোধী মতবিনিময় সভা

নাসরিন আক্তার, মুন্সীগঞ্জ থেকে : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে জঙ্গি বিরোধী সচেতনামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার আব্দুল্লাহপুরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সারা দেশে চলমান জঙ্গিদের টার্গেট কিলিং, সাম্পদায়িক চোরাগুপ্তা হামলা ও বিভিন্ন স্থানে হত্যা নিয়ে আলোচনা ও গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। আলোচনায় পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার বলেন, মুন্সীগঞ্জে জঙ্গি নির্মূলে সাড়াশি অভিযানে এ পর্যন্ত ৪০০ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন, টঙ্গীবাড়ী থানার ওসি আলমগীর হোসইন, আব্দ্ল্লুাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম, সদস্য আব্দুল হাই বেপারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন নয়ন, কৃষকলীগ সভাপতি গোপাল চন্দ পাল, পূজা উদযাপন কমিটির সভাপতি রনজিৎ ঘোষ প্রমুখ। সভার সঞ্চালনা করেন টঙ্গীবাড়ী হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নবীন কুমার রায়।



মন্তব্য চালু নেই