জানেন, কুস্তিগীরদের কানের ছবি এরকম হয় কেন?
যোগেশ্বর দত্ত ভারতের অলিম্পিক পদকজয়ী একজন জাঁদরেল কুস্তিগীর। যোগেশ্বরের মতোই সুশীল কুমারও তাই। সুশীল-যোগেশ্বরের মতো কুস্তিগীর হয়ে ওঠার পিছনে থাকে সাধনা, পরিশ্রম। তবেই যোগেশ্বর, সুশীল হওয়া যায়। যোগেশ্বরের আয় ক্রিকেটারদেরও হার মানাবে। দিনকয়েক আগে যোগেশ্বরের আয় নিয়ে খবর প্রকাশিত হয়েছিল।
জানেন কি এ হেন যোগেশ্বর-সুশীলদের কান কুঁচকানো কেন হয়? স্বাভাবিক মানুষের মতো এঁদের কান হয় না। লড়াইয়ের সময় প্রতিপক্ষ কুস্তিগীরের হাতের আঘাত এসে পড়ে কানের উপরে। আর সেই আঘাতে কান আর স্বাভাবিক থাকে না। তরুনাস্থি দিয়ে তৈরি হয় কানের বাইরের অংশ। তার ফলে কুস্তিগীরের হাতের আঘাতে তরুনাস্থি ভেঙে যায়। কানের চেহারাও তাই বদলে যায়।-এবেলা
মন্তব্য চালু নেই