জানেন, ঐশ্বরিয়া সবসময় মেয়েকে কোলে নিয়ে থাকেন কেন ?
শুটিং কিংবা কোন অনুষ্ঠান, যেখানেই যাচ্ছেন মেয়ে আরাধ্যাকে কোলে নিয়েই যাচ্ছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। কখনো সে তার মেয়েকে পায়ে হাঁটিয়ে কোথাও নিয়েছেন বলে কেউ মনে করতে পারবেন কি না সন্দেহ। অথচ তার মেয়ে আরাধ্যার বয়স এখন ৪ বছর।
আর এই চার বছর বয়সে প্রায় সব বাচ্চাই প্যাঁকপ্যাঁকে জুতো পরে হাঁটতে পছন্দ করে। আর সব বাবা-মাও এই সময়টা ওই এলোমেলো হাঁটাটা দেখতে ভালবাসেন। তাছাড়া হাঁটা অভ্যাস করানোও দরকার এই সময়।
কিন্তু বচ্চনবধূকে দেখা যায় সর্বত্র মেয়েকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। সে কান চলচ্চিত্র উৎসব হোক, বলিউডের কোনও ইভেন্ট হোক বা এমনি শপিং। আরাধ্যা যেন মায়ের কোলে ছাড়তেই চাচ্ছেন না।
কেন জানেন? সম্প্রতি জানা গিয়েছে, আরাধ্যা হাঁটতে শেখার পরে প্রথম প্রথম সে মায়ের পাশে দাঁড়িয়েই পোজ দিত পাপারাৎজিদের। কিন্তু তার পরে অত ফ্ল্যাশ এবং হইচই দেখে সে একটু ঘাবড়ে যেতে শুরু করল।
আর ঐশ্বরিয়াও এমনিতে খুব সাবধানী মা। মেয়েকে সব সময় আগলে আগলে রাখেন। তাছাড়া সেলিব্রিটি শিশুদের বিপদের আশঙ্কাও তো রয়েছে। তাই মাতৃসুলভ প্রোটেক্টিভ সাইকোলজি থেকেই ঐশ্বরিয়া বাইরে বেরোলে সব সময় আরাধ্যাকে কোলেই রাখতে চান।
মন্তব্য চালু নেই