মাগুরায় উন্নত জাতের তিল চাষ নিয়ে মাঠ দিবস
মাগুরা প্রতিনিধি : সাধারণ জাতের তুলনায় দেড়গুন বেশি ফলন হওয়ায় মাগুরায় বিনা জাতের তিল চাষ বাড়ছে । এ জাতের তিলের জীবনকাল ২০ দিন কম হওয়ায় কৃষক দুই ফসলী জমিকে ৩ ফসলী হিসাবে ব্যবহার করে লাভবান হতে পারে। পাশাপাশি কীটের আক্রমন কম হওয়ায় এটির উৎপাদন খরচ কম ।
উন্নত জাতের বিনা-২ জাতের এই তিলের চাষ ও ফলন নিয়ে আজ শুক্রবার মাঠ দিবস হয়েছে মাগুরা সদরের বাটিকাডাঙ্গা গ্রামে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের প্রকল্প পরিচারক ড.শহীদুল ইসলাম ।
জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে পরমানু কৃষি গবেষনা ইনস্টিটিউট-বিনা মাগুরা উপকেন্দ্র মাগুরা এ মাঠ দিবসের আয়োজন করে। সভাপতিত্ব করেন মাগুরা বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ হোসেন ভূইয়া । বক্তব্য রাখেন কৃষক বাচ্চু মোল্যা ও রমেন্দ্র নাথ বিশ্বাস। অনুষ্ঠানে জানানো হয় , এতে অনুষ্ঠানে শতাধিক কৃষক-কৃষাণী অংশ নেন । পরে মাঠ পর্যায়ে ফলন পর্যবেক্ষন করা হয়। এছাড়া সদরের জগদলে অনুরুপ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
মন্তব্য চালু নেই