সাড়া ফেলে দেওয়া বলিউডের ৩টি যৌন কেলেঙ্কারি (ছবিতে দেখুন)

বলিউড ইন্ডাস্ট্রিটা যতটা বড় সেখানে তত বড় বড় কেচ্ছা কেলেঙ্কারি৷ আজ কোনও পরিচালকের সঙ্গে উঠতি নায়িকার গোপন ভিডিও ফাঁস তো কাল কোনও প্রথম সারির নায়িকার সঙ্গে তাঁর প্রেমিকের যৌনক্রিয়ার এমএমএস আমার আপনার সকলের মোবাইলে৷ এই সব অনভিপ্রেত ঘটনার কোনওটা ইচ্ছাকৃত তো কোনওটা অভিযুক্তের একবারেই অচকিতে ঘটে যায়৷

হঠাৎ সম্পর্কে ছেদ কিংবা ব্ল্যাকমেইলিংয়ের ঘটনাতেও এহেন ভিডিও ক্লিপ ফাঁস করা ব্যবহার করা হয়ে থাকে৷ সে যে কারণেই এই কেলেঙ্কারি হয়ে থাকুক না কেন৷ আজ আমরা বলিউডের তিন বিখ্যাত ব্যক্তিত্বের ফাঁস হয়ে যাওয়া যৌন কেলেঙ্কারির দিকে নজর ঘোরাব৷

a_29

১) ২০০৯ সালের জুনে ‘গ্যাংস্টার’ অভিনেতা শাইনি আহুজার বিরুদ্ধ্বে গৃহপরিচারিকা ধর্ষণের অভিযোগ ওঠে।

b_31

২) একটি স্টিং অপারেশনের অংশ হিসেবে এক মহিলা সাংবাদিক উঠতি নায়িকা সেজে শক্তি কাপুরের কাছে যান ছবিতে কাজ করার জন্য। শক্তি তাঁকে যৌনতার বিনিময়ে সিনেমায় কাজ দেওয়ার প্রতিশ্রুতি দেন বলে অভিযোগ ছিল।

c_24

৩) ২০০৬ সালে একটি সংবাদমাধ্যমে বলিউড অভিনেত্রী বিপাশা বসু ও ভারতের রাজনৈতিক ব্যক্তিত্ব অমর সিংহের মধ্যে ফোনালাপ ফাঁস হয়ে যায়।



মন্তব্য চালু নেই