বিরাট কোহলির রেকর্ড ভেঙে চুরমার করেছেন হাশিম আমলা
বিরাট কোহলি খুবই প্রতিভাবান ব্যাটসম্যান। তবে তার চেয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠছেন হাশিম আমলা। সেঞ্চুরিতে বিরাট কোহলির ভেঙেছেন তিনি। কোহলি ও আমলার মধ্যে অন্যরকম লড়াই লেগেই। বিরাট কোহলির রেকর্ড ভেঙে চুরমার করেছেন হাশিম আমলা। ওয়ানডে ক্রিকেটে দুইজনের মধ্যে প্রতিযোগিতা চলছেই। ত্রিদেশীয় সিরিজে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৩৪৩ রান করে।
এ বিশাল সংগ্রহে মুখ্য ভূমিকা রাখেন হাশিম আমলা। ওপেনার হাশিশ আমলা ৯৯ বলে ১১০ রানের ইনিংস উপহার দেন। মাঠে থাকার সময় হয়তো হামিম আমলা নিজেই জানতেন না যে তিনি ভারতীয় তারকা বিরাট কোহলির রেকর্ড ভেঙেছেন। ওয়ানডে ক্রিকেটে আমলার এটি ২৩তম সেঞ্চুরি। আমলাই এখন এখন ২৩টা ওয়ানডে সেঞ্চুরিতে বিশ্বে দ্রুততম।
মাত্র ১৩২টি ইনিংস খেলে আমলা ২৩টি ওয়ানডে সেঞ্চুরি করেছেন। ওয়ানডেতে কোহলির সেঞ্চুরি এখন ২২টি। ১৫৩ টি ওয়ানডে খেলেছেন তিনি। দ্রুততম ও বেশি ওয়ানডে সেঞ্চুরিতে কোহলিকে টপকে গেলেছেন হাশিম আমলা।
মন্তব্য চালু নেই