কুড়িগ্রামে নবনির্বাচিত ৩০ ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহন

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে ৩ উপজেলার ৩০জন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ পাঠ করান জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন। এসময় সদর উপজেলার ৮জন, রাজারহাটের ৭জন ও নাগেশ্বরী উপজেলার ১৫জন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান শপথ গ্রহণ করেন।

শপথ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আকতার হোসেন আজাদ, ম্যাজিস্ট্রেট ওয়ারেস আনছারী প্রমূখ।

কুড়িগ্রাম সদর উপজেলার চেয়ারম্যানরা হলেন, কাঁঠালবাড়ী ইউপি’র আমান উদ্দিন আহমেদ মঞ্জু, বেলগাছা’র মাহাবুর রহমান, মোগলবাসা’র নুরজামাল বাবলু, পাঁচগাছি’র দেলোয়ার হোসেন, যাত্রাপুরে’র আইয়ুব আলী সরকার, ভোগডাঙ্গা’র সাইদুর রহমান ও হলোখানা ইউনিয়নের উমর ফারুক।

রাজারহাট উপজেলা থেকে চেয়ারম্যান হিসেবে শপথ নেন, রাজারহাট সদর ইউপি’র এনামুল হক, উমরমজিদে’র মোহাম্মদ আলী সরদার, নাজিমখানে’র আব্দুল মালেক, চাকিরপশারে’র জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি, ঘড়িয়ালডাঙ্গা’র রবীন্দ্রনাথ কর্মকার এবং ছিনাই ইউনিয়নের নুরজ্জামান বুলু।

নাগেশ্বরী উপজেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানরা হলেন, রায়গঞ্জ ইউনিয়নের আব্দুল্লাহ আল ওয়ালিদ মাসুম, সন্তোষপুর ইউনিয়নে লিয়াকত আলী লাকু, রামখানা ইউনিয়নে আব্দুল আলিম, কেদার ইউনিয়নে মাহবুব হোসেন, নুনখাওয়া ইউনিয়নে শাহাবুল হোসেন, বেরুবাড়ী ইউনিয়নে আব্দুল মোত্তালেব, বামনডাঙ্গা ইউনিয়নে আমজাদ হোসেন, ভিতরবন্দ ইউনিয়নে আমিনুল হক খন্দকার বাচ্চু, নেওয়াশি ইউনিয়নে আমজাদ হোসেন, কালিগঞ্জ ইউনিয়নে মতিয়ার রহমান, কচাকাটা ইউনিয়নে আব্দুল আউয়াল, বল্লভের খাস ইউনিয়নে আকমল হোসেন, হাসনাবাদ ইউনিয়নে গোলাম মওলা বাবলু এবং নারায়ণপুর ইউনিয়নে মজিবর রহমান।



মন্তব্য চালু নেই