এবার হিন্দু প্রভাষককে কুপিয়েছে দুর্বৃত্তরা
মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীকে কুপিয়ে মারাত্মক জখমকরেছে দুর্বৃত্তরা।
বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। ওই শিক্ষককে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থাবরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন একজনকে ধরে ফেলে। তাকে আটক করে মাদারীপুর সদর থানায় রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষক রিপন চক্রবর্তী কলেজগেটে তার বাড়িতে একটি ছোট কক্ষে ভাড়া থাকতো। বিকেলে ৩ যুবক কক্ষটির দরজায় নক করে।
এ সময় শিক্ষক দরজা খোলা মাত্র তারা কুপিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের চিৎকারে কলেজগেট এলাকার লোকজন এসে এক যুবককে আটক করে।
মন্তব্য চালু নেই