মাগুরা শালিখায় ঐতিহ্যবাহী গঙ্গাস্নান অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলার চুকিনগর গ্রামে ফটকি নদীতে শত বছরের ঐতিহ্যবাহী গঙ্গাস্নান উৎসব দিনব্যাপী বুধবার অনুষ্ঠিত হয়েছে।

উৎসবের সাধারণ সম্পাদক সতীতান চন্দ্র বিশ্বাস জানান, বহু বছর পূর্বে থেকেই এখানে শ্রী শ্রী গঙ্গাদেবীর পূজা ও গঙ্গাস্নান করে করে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে । পাশাপশি মায়ের অশেষ কৃপা লাভ করছেন অনেকে । প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমী তিথিতে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর পরিবেশে ফটকী নদীর তীরে সুবিশাল বটমুলে শ্রী শ্রী গঙ্গাদেবীর পূজা ও বারাঙ্গার খাল এবং ফটকী নদীর সঙ্গমস্থলে বার্ষিক গঙ্গাস্নান উপলক্ষে হাজার হাজার ভক্তবৃন্দের এক মহামিলন ঘটে ।

তিনি আরো বলেন , গঙ্গাস্নান উৎসব ঘিরে বসে বিভিন্ন সুসজ্জিত বিপনী বিতান এবং মেলা । যা চলে দিনব্যাপী । প্রতি বছরের ন্যায় এ বছরও ৩২ জ্যৈষ্ঠ , বাংলা ১ আষাঢ় বুধবার এ ঐতিহ্যবাহি গঙ্গাস্নান উৎসব অনুষ্ঠিত হচ্ছে । এ গঙ্গাস্নানে সনাতন ধর্মের হাজার হাজার নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।



মন্তব্য চালু নেই