বেরোবিতে ‘বাঁধন’ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

এইচ.এম নুর আলম, বেরোবি প্রতিনিধি : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় ‘বাঁধন’ এর রংপুর জোনের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইউনিট,কারমাইকেল কলেজ, রংপুর সরকারী কলেজ,কুড়িগ্রাম সরকারি কলেজ ইউনিট ও লালমনিরহাট সরকারি কলেজ পরিবার এর সদস্যবৃন্দ। এছাড়াও বিশ্ববিদ্যালয় ইউনিটটির উপদেষ্টামন্ডলী, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রক্তদাতা সদস্যসহ প্রায় ৫০০জন এ ইফতার মাহফিলে অংশগ্রহণ করে।

বেরোবি ‘বাঁধন’ ইউনিটের সভাপতি মানস রায় ও সাধারণ সম্পাদক তাওহীদ বারীসহ অন্যান্য কার্যকরী সদস্যদের অক্লান্ত পরিশ্রমে সুষ্ঠুভাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য যে, স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ ১৯৯৭ সালের ২৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যাত্রা শুরু করে । ২০১৩ সালের ৯ অক্টোবর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এর পরিবার হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেও এটি এখন ‘ইউনিট’ পরিণত হয়েছে।



মন্তব্য চালু নেই