অবিকল কাকের ডাক দেন ইনি, শুনেই ছুটে আসে যত কাক !
সংগুরুর গলায় অবিকল কাকের ডাক, শুনেই ছুটে আসে যত কাক! এটাই তার রোজনামচা। কর্ণাটকের হাভেরির মহানদেশ সংগুরুর ডাক শুনলেই হাজির হয় ৭০টিরও বেশি কাক।
৪০ বছরের মহানদেশ সংগুরুকে এলাকাবাসী ক্রো ম্যান বলেই চেনে। কর্ণাটকের হাভেরির কাছে দেবগিরি গ্রামে তার বাস।
ছোটো থেকেই বিভিন্ন পশুপাখির ডাক নকল করা তার অভ্যাস। এখন সেটা তার নেশায় পরিণত হয়েছে।
কা কা করে ডাক দিলেই মুহূর্তের মধ্যে হাজির হয় ৭০টিরও বেশি কাক। অন্য পশুদের ডাক নকল করলেও কাকের ডাক নকলে বেশি পারদর্শী বলে জানান মহানদেশ।
মন্তব্য চালু নেই