জন্ম বার থেকে জেনে নিন আপনার লাকি কালার…

আপনার লাকি কালার কোনটা? সেই রংটা পরলেই কি আপনার দিনটা ভাল যায়? জানেন কি সপ্তাহের কোন বারে জন্মেছেন তার ওপর নির্ভর করে আপনার লাকি কালার? জেনে নিন কোন বারে জন্মালে আপনার লাকি কালার কোনটা। জানাচ্ছেন জ্যোতিষী শ্রী জয়দেব।কমলা বা গোলাপি

 

 

রবিবার: রবি যদি জন্ম বার হয় তাহলে আপনার লাকি কালার কমলা বা গোলাপি।

সাদা

 

 

সোমবার: সোমবার যদি জন্ম হয় তাহলে আপনার লাকি কালার সাদা।

লাল

 

 

 

 

মঙ্গলবার: মঙ্গলবার জন্ম হলে লাল আপনার লাকি কালার।সবুজ

 

 

 

 

 

বুধবার: বুধবার যদি জন্ম হয় তাহলে আপনার লাকি কালার সবুজ।

 

হলুদ

 

 

বৃহস্পতিবার: আপনার জন্ম বার যদি হয় বৃহস্পতি তাহলে আপনার লাকি কালার হলুদ।

উজ্জ্বল রং

 

 

শুক্রবার: শুক্রবার জন্ম হলে আপনার লাকি রং সাদা বা যে কোনও উজ্জ্বল রং।

নীল বা কালো

 

 

 

শনিবার: শনিবার জন্ম হলে আপনার লাকি রং নীল বা কালো।



মন্তব্য চালু নেই