মাগুরায় সন্ত্রাসী কর্মকান্ড রুখতে গঠন করা হচ্ছে ডিফেন্স পাটি
মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলা পুলিশের উদ্যোগে ইউপি চেয়ারম্যান, মেম্বার, গ্রাম সামাজিক ও ধর্মীয় নেতা, পুলিশ, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, পুরোহিতসহ বিভিন্ন শ্রেণীর মানুষকে নিয়ে গঠন করা হচ্ছে লাঠি- বাশি’র ডিফেন্স পার্টি।
অতিরিক্তি পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর থানার ওসি আজমল হুদা, শ্রীপুর থানান ওসি রেজাউল ইসলাম, আঠারখাদা ইউপি’র চেয়ারম্যান স্ব-স্ব এলাকার ইউপি মেম্বর ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্তিতিতে মাগুরা পুলিশ সুপার রোববার সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নের টেঙ্গারখালী গবিন্দপুর, ও শ্রীপুর উপজেলার জারিয়া মন্দিরে গ্রামবাসীর হাতে বাশের লাঠি ও বাশি তুলে দিয়ে এ ডিফেন্স পাটি’র উদ্বোধন করেন।
পুলিশ সুপার জানান, টার্গেট কিলিং ও সন্ত্রাসী কর্মকান্ড রুখতে মাগুরার প্রতিটি গ্রাম, পাড়া মহল্লায় গঠন করা হচ্ছে লাঠি-বাশি’র ডিফেন্স পার্টি। দুই-এক দিনের মধ্যে গোটা জেলার প্রতিটি গ্রাম ও পাড়া মহল্লায় এ কমিটি গঠনের কার্যক্রম শেষ হবে। কমিটির সদস্যরা লাঠি বাশি হাতে সংঘবদ্ধভাবে চলাফেরা করবেন।
মন্তব্য চালু নেই