কাঁঠাল

কাঁঠাল

মোঃ‌ মোসা‌দ্দেক হো‌সেন

ঐ পাড়ার ঐ কাঁঠাল ব‌নে
পে‌কে‌ছে কাঁঠাল বেশ
মধু মাখা ঘ্রা‌নে যেন
জুড়ায় সারা দেশ।

হলুদ র‌ঙের স্নিগ্ধ দে‌হে
কাঁঠাল সারা গা‌ছে
কা‌কেরা সব দল বেঁ‌ধে
চা‌রি‌দে‌কে আ‌ছে।

‌মি‌ষ্টি মধুর র‌সে ভরা
কাঁঠাল ফ‌লের সেরা
পান্তা ভা‌তে কিংবা মু‌ড়ি
‌খে‌তে ব‌সি মোরা।

বাঙা‌লি‌দের ম‌নের আ‌সে
র‌সের ভরা ফল
জাতীয় ফ‌ল কাঁঠাল তাই
‌মেটায় ম‌নে জল।



মন্তব্য চালু নেই