খানসামায় বীরমুক্তিযোদ্ধা ফজলার রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মোহাম্মদ সাকিব চৌধুরী, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকি ইউনিয়নের রামনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো: ফজলার রহমানের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর । তিনি স্ত্রী, ৩ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে যান।

আজ রবিবার ভোর সাড়ে ৩ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এজমা জনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন(ইন্নালিল্লাহে…রাজিউন)। রবিবার দুপুর ৩ টায় রাষ্ট্রের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো: সাজেবুর রহমানের নেতৃত্বে খানসামা থানা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অর্নার প্রদান করে।

তার জানাযায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ,জনপ্রতিনিধি, সাংবাদিক, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। জানাযানা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।



মন্তব্য চালু নেই