রমযানের পবিত্রতা রক্ষার্থে সাঁড়াশি অভিযান বন্ধ করুন
ইসলামী ঐক্য আন্দোলনের মজলিসে আমলের (কর্মপরিষদ) মাসিক বৈঠকে পবিত্র মাহে রমযানের পবিত্রতা রক্ষার্থে সাঁড়াশি অভিযানের নামে সাধারণ মানুষের হয়রানি বন্ধের দাবি জানানো হয়। বৈঠকে সাম্প্রতিক হত্যাকান্ডের নিন্দা জানিয়ে বলা হয়, রোযার ভাবগাম্ভীর্য নষ্ট করার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে ইসলাম বিরোধী শক্তি এসব হত্যাকান্ড ঘটিয়েছে কি না তা খতিয়ে দেখতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, ইসলাম বিরোধী শিক্ষানীতি ও প্রস্তাবিত শিক্ষাআইন বাতিল করা না হলে দেশে ইসলামী শিক্ষা, মুসলিম জাতি সত্তার চেতনা এবং ইসলামের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। কাজেই দেশের তওহীদি জনতাকে সাথে নিয়ে ঈদের পরে আন্দোলন গড়ে তোলা হবে।
রবিবার বিকেলে আন্দোলনের মুহতারাম আমির ড. মওলানা ঈসা শাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমির মওলানা রুহুল আমীন, সেক্রেটারী জেনারেল ড. এনামুল হক আজাদ, জয়েন্ট সেক্রেটারি অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান, সাংগঠনিক সম্পাদক ডা সাখওয়াত হুসাইন, কেন্দ্রীয অর্থ সম্পাদক মোস্তফা শহীদুর হক, মহানগরী নায়েবে আমির মওলানা ফারুক আহমদ, মওলানা মাহফুজুর রহমান, মওলানা আবুবকর সিদ্দিক, মওলানা মুহিব্বুল্লাহ ভূঞা প্রমূখ।
মন্তব্য চালু নেই