আম পে‌কে‌ছে জাম পে‌কে‌ছে

আম পে‌কে‌ছে জাম পে‌কে‌ছে

মোঃ মোসা‌দ্দেক হোসেন

আম পে‌কে‌ছে জাম পে‌কে‌ছে
‌পে‌কে‌ছে গা‌ছে কাঁঠাল
রাঙা র‌সের ঝ‌রা ফ‌লে
‌বি‌ছি‌য়ে হয় চাতাল।

আনার‌সের মধুর রসে
‌কিংবা গা‌ছের খেঁজুর
মধু মা‌সে জুড়ায় হৃদয়
র‌াঙা র‌ঙে লিচুর।

পা‌নি জা‌মের স্বাদটা মজা
মজা  তা‌লের আ‌টি
‌জৈষ্ট্য এ‌লেই মিষ্ট মু‌খে
স্বাদটা পাই খাঁ‌টি।

লটক‌নের টকটা যেন
লা‌গে আমায় বেশ
ফ‌লের মা‌সে নানান ফ‌লে
ভ‌রে বাংলা‌দেশ।



মন্তব্য চালু নেই