মাগুরায় পুরোহিত ও যাজক হত্যার প্রতিবাদে মানববন্ধন

মাগুরা প্রতিনিধি : দেশের বিভিন্ন স্থানে হিন্দু পুরোহিত ও খ্রিস্ট্রান যাজক হত্যার প্রতিবাদের মাগুরায় গতকাল শনিবার সকালে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বেলা ১২টায় শহরের চৌরঙ্গী মোড়ে জেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও অনুকুল চন্দ্র সৎসঙ্গ যৌথভাবে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- এ্যাড. প্রদ্যুৎ কুমার সিংহ, বাসুদেব কুন্ডু, শচিন্দ্রনাথ বিশ্বাসসহ অন্যরা। সমাবেশে থেকে অতিসত্তর সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলাকারি সন্ত্রাসীদের গ্রেফতার করে উপযুক্ত বিচার করার আহবান জানানো হয়।



মন্তব্য চালু নেই