গাড়িতে কাক বসায় নতুন গাড়িই বদলে ফেললেন মন্ত্রী!‍

কাককে সাধারণত ‘অশুভ’ বলেই সবাই জানে। আর তাই গাড়ির ওপর কাক বসায় পুরো গাড়িটি পাল্টে ফেললেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। প্রায় অর্ধকোটি টাকা দিয়ে কিছুদিন আগে এই নতুন গাড়িটি ক্রয় করেছেন মন্ত্রী। রাজ্যের একজন মুখ্যমন্ত্রীর এমন অন্ধবিশ্বাসে রীতিমতো নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে।

জানা গেছে, গত ২ জুন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার গাড়িতে একটি কাক বসেছিল। গাড়ির ডানদিকের বোনেটে বসে থাকা কাকটিকে তাড়ানোর চেষ্টা করেও সফল হয়নি চালক। জ্যোতিষ শাস্ত্র অনুসারে গাড়িতে কাক বসা অশুভ। আর তাই এমন গাড়িতে করে মন্ত্রীর চলাচল ঠিক নয় বলেই গাড়িটি বদলে ফেললেন তিনি।

গাড়িতে কাক বসার ঠিক কয়েকদিন পরই ওই গাড়ি বদলে ফেলেন মুখ্যমন্ত্রী! কাক বসার পর প্রায় অর্ধকোটি টাকা খরচ করে ফর্চুনার হাই অ্যান্ড গাড়িটি কেনা হয়েছে। শুধু তাই নয়, গাড়িটি কেনা হয়েছে সরকারি তহবিল থেকেই।

অথচ এর আগে কর্ণাটক বিধানসভায় কুসংস্কার বিরোধী বিল পাস করতে নিজেই তৎপর হয়েছিলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। যার জন্য নাগরিক সমাজে বেশ জনপ্রিয়ও হয়েছিলেন তিনি। কিন্তু কাক বিতর্কের পর মুখ্যমন্ত্রী সম্পর্কে প্রশ্ন উঠতে শুরু করেছে।



মন্তব্য চালু নেই