দুশ্চিন্তায় মাধুরী, ফোন করলেন সঞ্জয়কে
বলিউডের বিতর্কিত এবং জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের জীবনী নিয়ে সিনেমা নির্মাণ করছেন রাজকুমার হিরানি। সিনেমায় তুলে ধরা হবে সঞ্জয়ের জীবনের উল্লেখযোগ্য বিষয়গুলো।
এ দিকে সঞ্জয় দত্তের সঙ্গে অভিনেত্রী মাধুরী দীক্ষিতের প্রেমের বিষয়টি কারো অজানা নয়। তাই স্বাভাবিকভাবেই সিনেমায় উঠে আসতে পারে তাদের প্রেম কাহিনি। সত্যি সতিই বায়োপিকে মাধুরী-সঞ্জয়ের প্রেম কাহিনি থাকছে কিনা তা নিয়ে বেশ চিন্তায় রয়েছেন মাধুরী। এ বিষয়ে জানার জন্য সঞ্জয়কে নাকি ফোন দিয়েছিলেন তিনি।
এক বছর আগে যখন বায়োপিক নিয়ে কাজ চলছিল তখন শোনা গিয়েছিল এতে মাধুরীর বিষয়গুলো থাকবে না। কিন্তু এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাই এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত হতেই সঞ্জয়কে ফোন দিয়েছিলেন মাধুরী। তিনি নাকি চাইছেন না তার অতীত জীবনের বিষয়গুলো এভাবে সকলের সামনে আসুক। আর বিষয়গুলো নতুন করে মনেও করতে চান না তিনি।
এক সময় সঞ্জয়-মাধুরীর প্রেমের গুঞ্জনে মুখর ছিল বলিপাড়া। কিন্তু ১৯৯৩ সালে মুম্বাই বোমা বিস্ফোরণ মামলায় সঞ্জয়ের নাম আসার পর তাদের সম্পর্ক ভেঙে যায়।
মন্তব্য চালু নেই