শাহরুখ পুত্র নয়, নব্যর প্রেমিক হ্যারি গিলিস

বলিউডে থেমে থেমেই খবর হচ্ছিল যে, এখানকার শাহেন শাহ অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নাভেলি নাকি একই জগতের বাদশা শাহরুখপুত্র আরিয়ান খানের সাথে চুটিয়ে প্রেম করছেন!

অনেকদিন ধরে এমনটাই শোনা যাচ্ছিল। দু’জনে লন্ডনে এক সঙ্গে পড়াশোনা করতেন। বেশির ভাগ সময় ওদের দু’জনকে এক সঙ্গেই দেখা যাচ্ছে। নব্য নিজে সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। তাই সোশ্যাল মিডিয়ায় তার আপলোড করা বিভিন্ন ছবি এই ধারণাকে আরও উষ্কে দিয়েছে।

কিন্তু এই ধারণা একটু একটু করে বদলাতে শুরু করেছে ইদানিং নব্যর আপলোড করা কিছু ছবির সৌজন্যে। এখন বলিউডে নতুন গুঞ্জনে নভ্যার সঙ্গে আর আরিয়ানের নাম জুড়ে নেই। শোনা যাচ্ছে নব্যর ‘আসল’ প্রেমিক একজন লন্ডন নিবাসী যুবক, নাম হ্যারি গিলিস। হ্যারিও নাকি নভ্যা আর আরিয়ানের সঙ্গে লন্ডনে পড়াশোনা করতেন।

শোনা যাচ্ছে বেশ কিছুদিন হল নভ্যা হ্যারির সঙ্গে প্রেম করছেন। যদিও নভ্যা এখনো হ্যারির সঙ্গে ওর সম্পর্কের কথা স্বীকার করেননি। তাতে কী! নভ্যা সোশ্যাল মিডিয়ায় নতুন নতুন ছবি আপলোড করতে থাকবেন আর বলিউডে নতুন নতুন জল্পনা চলতে থাকবে। কিন্তু কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা তো সময় এলেই জানা যাবে!



মন্তব্য চালু নেই