মহেশখালীতে বিপুল অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত জালাল গ্রেফতার
মোঃ আমান উল্লাহ, কক্সবাজার: কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর দুর্ধর্ষ ডাকাত মোঃ বেলাল ওরফে জালাল উদ্দিনকে (৪২) বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব। ৯ জুন বৃহস্পতিবার ভোররাত সাড়ে ৩ টার দিকে হোয়ানকের পূর্ব কাঠালতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ডাকাত মোঃ বেলাল ওরফে জালাল উদ্দিন ওই এলাকার সিদ্দিক আহমদের ছেলে।
এ সময় তার কাছ থেকে ৬টি এসবিবিএল বন্দুক, ২টি ওয়ান শ্যুটার গান, ১৫টি তাজা গুলি ও ৩৫টি গুলির খোসা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ডাকাত জালাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত আসামী। তার নামে অস্ত্র, চাঁদাবাজি, ধর্ষণসহ বিভিন্ন ধারায় ১৪টি মামলা রয়েছে।
র্যাব-৭ এর স্কট কমান্ডার এএসপি সৈয়দ মহসিনুল হক বৃহস্পতিবার বিকাল ৩ টায় তার দপ্তরে প্রেস ব্রিফিং-এ সাংবাদিকদের জানান, জালাল উদ্দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ডাকাত। ডাকাতি, অস্ত্র ব্যবসাসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত জালালকে গ্রেফতার করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
মন্তব্য চালু নেই